বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

গভীর রাতে আনিশের দাদাকে ফোনে খুনের হুমকি!

last-at-night-anish-khan-brother-received-a-death-threat-on-the-phone
চিত্র: আনিশ খানের দাদা সাংবাদিকদের মুখোমুখি

ওয়েব ডেস্ক: হাওড়া আমতার আই.এস.এফ(ISF) ছাত্রনেতা আনিশ খান হত্যার আজ চারদিন কেটে গেলো। কবরও দেওয়া সম্পন্ন আনিশ খানকে। কিন্তু এখনও অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। একদিকে যখন ছেলের মৃত্যু নিয়ে পরিবার শোকাহত এবং সঠিক-নিরপেক্ষ তদন্ত নিয়ে চিন্তিত তখন অন্যদিকে আনিশের দাদাকে গভীর রাতে অচেনা নাম্বার দিয়ে খুনের হুমকি ফোনের ওপার থেকে। বলতে শোনা গেছে, "সিবিআই তদন্ত হলে বাপ-বেটাকে মার্ডার করা হবে"। গত মঙ্গলবার যখন তদন্তকারী দল আসে পরিবারের সাথে কথা বলার জন্য তখন আনিশের বাবা, গত ২০০৭ সালে মমতার সেই রিজওয়ানুর কান্ডে সিবিআই তদন্ত চেয়ে বক্তব্য দেওয়া ভিডিও ক্লিপ তদন্তকারী দলের সাথে উপস্থাপনা করে জানান, সেই সময় বাম আমল।  

আরও খবর, আনিশ কান্ডে ময়না তদন্তে গাফিলতি পুলিশের, কবর থেকে দেহ তোলার সম্ভবনা

তখন বিরোধী দলনেত্রী ছিলেন বর্তমানের মমতা ব্যানার্জি। তখন যদি তিনি রাজ্য পুলিশের তদন্তের উপর না বিশ্বাস করতে চেয়ে কেন্দ্রীয় সংস্থার সিবিআই তদন্ত চাইতে পারেন! তাহলে এখন আনিশের এই হত্যা কান্ডে তদন্তের ভার রাজ্য পুলিশের উপর ভরসা রেখে বিশ্বাস করতে পারছিনা, এই তদন্ত ভার সিবিআই নিক"। আবার তদন্তকারী দল দ্বিতীয় বারের ময়না তদন্ত করার জন্য কবর খুঁড়ে দেহ তোলার ব্যাপারে প্রস্তাব সামনে আনলে, আনিশের বাবা সালেম খান তাতে রাজি নন। তিনি প্রথম থেকেই চান, এই ঘটনা নিয়ে সিবিআই তদন্ত হোক সেখানেই আমরা মোবাইল ফোন সহ কবর খুড়তে সব দেব।

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: