চিত্র: সাংবাদিকদের মুখোমুখি মদন মিত্র |
বিশ্বজিৎ নাথ: প্রার্থী তালিকায় তার অনুগামীরা টিকিট থেকে বঞ্চিত হওয়ার পর থেকেই তির্যক মন্তব্য করে চলেছেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাম না করে দমদম কেন্দ্রের সাংসদ ও শীর্ষ তৃণমূল নেতৃত্বের একাংশকে নিশানা করে চলেছেন। শনিবার কামারহাটিতে দলীয় প্রার্থীদের নিয়ে বর্নাঢ্য মিছিলে যোগ দিয়ে নাম না করে সাংসদ সৌগত রায়কে নিশানা করে মদন মিত্র বলেন, যে কামারহাটির সঙ্গে টক্কর নেবে। সে চুরচুর হয়ে যাবে।
এদিন তিনি কামারহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত সাতজন তৃণমূল প্রার্থীকে নিয়ে কামারহাটির পাঁচমাথা মোড় থেকে বর্ণাঢ্য মিছিল করেন। সাংসদ সৌগত রায়ের নাম না করেই মদনের নিশানা ছিল, নাহি চলেগা কোহি কাঠি। উসকো নাম হায় কামারহাটি। পাশাপাশি কামারহাটি কেন্দ্রের বিধায়ক মদন মিত্রের দাবি ছিল, কামারহাটিতে কোনও নির্দল নেই। সব নির্দলরা তৃণমূল প্রার্থীদের সমর্থন করেছে। তৃণমূল প্রার্থীদের হয়ে কাজ করছে। সুতরাং ৩৫টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: