চিত্র: বিক্ষোভ তৃণমূল কর্মীদের |
বিশ্বজিৎ নাথ: ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে শনিবার সকাল ১১ টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এদিন তারা কাঁকিনাড়ার ১০ নম্বর গলির মুখে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে ঘোষপাড়া রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রথমে ওই ওয়ার্ডে অমিত কুমার সাউয়ের নাম ঘোষিত হয়। রাতে তরুণ সাউয়ের নাম প্রকাশিত হয়। এরপর ক্ষুব্ধ হয়ে ওঠে মন্নু সাউ অনুগামীরা। ঘরের ছেলেকে প্রার্থী করার দাবিতে অনড় মন্নু অনুগামীরা।
ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। এদিন বেলায় নিউ কর্ড রোডের সুন্দিয়া পাঁচ মাথা মোড়ে টায়ার জ্বালিয়ে টানা একঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ভাটপাড়া থানার আই সি অনুপম মন্ডলের নেতৃত্বে রাফ-সহ বিশাল পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, মনোজ গুহের বদলে রাজ বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। রাজ কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এদিন ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।
- Published By: BIPRADIP DAS
0 Comments: