ছবি: বিজেপি প্রার্থী সুপ্রিয় বিশ্বাস |
বিশ্বজিৎ নাথ: ওয়ার্ড জুড়ে চাপা সন্ত্রাস বিরাজ করছে। তবুও মানুষ পরিবর্তন চাইছে। বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ভাটপাড়ার ২১ নম্বর ওয়ার্ডর বিজেপি প্রার্থী সুপ্রিয় বিশ্বাস। যদিও এলাকার মানুষের কাছে তিনি নীল নামেই পরিচিত। এদিন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ও ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন সুপ্রিয়। শ্যামনগর পিনকল মোড়ের একটি প্রখ্যাত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক সুপ্রিয় বিশ্বাস বলেন, রাজনীতিতে ভালো লোক আসলে এলাকা ঠিক থাকবে। আর এলাকা ঠিক থাকলে মানুষজন ঠিক থাকবে।
সুপ্রিয়ের অভিযোগ, আতপুরে গঙ্গার ধারে মদ,গাঁজা ও জুয়ার ঠেক অবাধে চলছে। ভোটে জিতলে ওয়ার্ডের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেব। অপরদিকে লড়াকু বিজেপি নেতা ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সঞ্জয় সিং বলেন, ১৯,২০ ও ২১ এই তিনটি ওয়ার্ড জুড়ে চাপা সন্ত্রাস চলছে। এলাকার ভোটারেরা ভয়ে বাইরে বেরোচ্ছেন না। দূর থেকে প্রার্থীদের ইশারার মাধ্যমে সম্মতি জানাচ্ছেন। নির্বিঘ্নে ভোট হলে তিনটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: