বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

শ্যামনগরে রেললাইনের ধারে বিজেপির কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

trinamool-is-accused-of-trying-to-occupy-the-bjp-office-in-shyamnagar
চিত্র: বিজেপির কার্যালয় দখলের চেষ্টায় তৃনমূল

বিশ্বজিৎ নাথ: শ্যামনগর স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বিজেপির কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার মধ্য রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে কার্যালয়ের কিছুটা অংশ চুনকাম করে দেয়। তালা ভেঙে জিনিসপত্র লুঠ করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। হাতেনাতে একজনকে পুলিশ পাকড়াও করলেও বাকিরা পালিয়ে যায়। জগদ্দল মন্ডল-২ সভাপতি প্রণব মন্ডলের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার সময়ে একবার দলীয় কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে লুঠপাট করা হয়েছিল। পুরভোটের জন্য মেরামতি করা হয়েছিল। ফের দলীয় কার্যালয়টিকে ভাঙচুর করা হল। তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের দাবি, ওটা তৃণমূলের পার্টি অফিস ছিল। ২০১৯ সালের মে মাসের পর ওই অফিস বিজেপি দখল করে নেয়। তার পাল্টা অভিযোগ, ওই অফিসে অসামাজিক কার্যকলাপ হয়। সেইকারনে ওখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: