বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

Hooghly: বৌদি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতে আত্মঘাতী দেওর

suicide-due-to-illicit-relationship-in-hooghly
চিত্র: অভিযুক্ত বৌদি

শুভজিৎ চক্রবর্তী,হুগলি: দেওর-বৌদির অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী দেওর। ঘটনাটি ঘটেছে হুগলী-চুঁচুড়া ঘুটিয়া বাজারে শেফালী বাগানে। অভিযোগ, কয়েক মাস আগে দেওয়ের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আসে বৌদির কাছে। সম্পর্কে মাস্তুতো দেওর হয়। পেশায় রাজমিস্ত্রি চন্দন দাস। পরিবারের কথা ভেবে প্রস্তাব ফিরিয়ে দেয় বৌদি। সূত্রের খবর, গত ২০১৪ সালে প্রতিবেশী এক তরুনীর সাথে বিবাহ হয় চন্দন দাসের। বিবাহের পূর্বেই চন্দন দাসের বর্তমান বৌদির সাথে সম্পর্ক ছিলো। সেই সম্পর্ক জানাজানি হওয়াতে ঘরোয়া মীমাংসায় সেই সম্পর্ক ইতি টানে। কিন্তু সম্প্রতি পেশায় রাজমিস্ত্রি দেওয় চন্দন দাস আবার বৌদির বাড়ি যাতাযাত শুরু করে। আক্রান্ত মহিলার অভিযোগ সম্পর্ক তৈরি না হওয়ার কারণে চন্দন আমার দেড় বছরের মেয়েকে মারার হুমকি দেন। নতুন করে কোনো সম্পর্ক তৈরি করতে চাননি বৌদি। ফলস্বরুপ, গত ২৮ তারিখে রাতে চন্দন ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন নিজের বাড়িতেই। 

আত্মহত্যার পাঁচ দিন পর দেওরের পরিবার এবং প্রতিবেশীরা বৌদির বাড়িতে চড়াও হয়। ঘর থেকে টেনে বার করে। প্রতিশোধ নিতে মাথায় চুল কেটে সারাগায়ে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেয়া হলো। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ আক্রান্ত বৌদিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরের দিন ওই মহিলা চুঁচুড়া থানায় অভিযোগ দায় করেন। ঘটনার সত্যতা খুঁজতে তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। 

  • Published By: BIPRADIP DAS        


Share This

0 Comments: