বুধবার, ২ মার্চ, ২০২২

বিরোধীশূন্য করে নবদ্বীপ পৌরসভা দখল করল তৃণমূল-কংগ্রেস

trinamool-congress-occupied-navadwip-municipality-without-any-opposition
চিত্র: বিরোধীশূন্য করে নবদ্বীপ পৌরসভা

ওয়েব ডেস্ক: ২০১৫ সালে এই নবদ্বীপ পৌরসভাতে ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি ওয়ার্ডে তৃণমূল এবং ১ টি ওয়ার্ডে সিপিএম জয়লাভ করেছিল। কিন্তু বিগত দিনের সব রেকর্ড ভেঙ্গে বিরোধীশূন্য করে নবদ্বীপ পৌরসভা দখল করল তৃণমূল-কংগ্রেস। পৌরসভার মোট ২৪ টি ওয়ার্ডের মধ্যে বিরোধী শিবির বিজেপি, কংগ্রেস, সহ সিপিআইএমের প্রার্থীদের পরাজিত করে প্রতিটি ওয়ার্ডেই রিকোয়ার্ড মার্জিনের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন তৃণমূল মনোনীত প্রার্থীরা। এখানে মোট ভোটার সংখ্যা ৭৩৯৪৫ জন। ঐতিহাসিক এই জয়ের পর সবুজ আবির আকাশে উড়িয়ে আনন্দ-উৎসবে মেতে ছেন জয়ী প্রার্থী থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: