বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সিকিম ফেরার পথে মালদায় সিকিমের মুখ্যমন্ত্রী

chief-minister-of-sikkim-in-malda-on-his-way-back-to-sikkim
চিত্র: মালদায় সিকিমের মুখ্যমন্ত্রী 

বিশ্বজিৎ মন্ডল: গতকাল কলকাতা থেকে সিকিম যাওয়ার পথে তিনি মালদায় আসেন। কিছুক্ষণ মালদার নতুন সার্কিট হাউসে বিশ্রাম নেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোন ঘটনায় যদি সিবিআই তদন্তের প্রয়োজন হয় তাহলে সিবিআই আসবে। সিবিআই ভালো কাজ করে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করলেন। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: