চিত্র: গেপ্তার অপরাধী |
বিশ্বজিৎ মন্ডল: গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতী কে গ্রেপ্তার করল বামন গোলা থানা পুলিশ। গতকাল রাতে এস আই রাকেশ বিশ্বাস ও এএসআই মিলন সরকার এর নেতৃত্বে অভিযান চালায় পিপি প্রাথমিক বিদ্যালয় রোড এলাকায়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহভাজন ভাবে ঘুরাঘুরি করতে দেখায় সনজিৎ হালদার (৩৩) নামে ওই দুষ্কৃতী কে গ্রেপ্তার করে। তার বাড়ি বামন গোলা থানার তালতলা এলাকায়। তার কাছে থেকে উদ্ধার হয় একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ ও একটি লোহার রড। এসআই রাকেশ বিশ্বাস জানান ওই সনজিৎ হালদারের নামে এর আগে একাধিক মামলা রয়েছে। এই দুষ্কৃতী স্মাগলার কাজের কাজ করে। এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে পুলিশি হেফাজত চেয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করল বামন গোলা থানার পুলিশ।
- Published By: BIPRADIP DAS
0 Comments: