রবিবার, ৩ এপ্রিল, ২০২২

আলিয়া বিশ্ববিদ্যালয় কান্ডে গেপ্তার অভিযুক্ত গিয়াসউদ্দিন মন্ডল

Giasuddin Mandal accused in the Alia University case
চিত্র: অভিযুক্ত গিয়াসউদ্দিন মন্ডল

ওয়েব ডেস্ক: বহিরাগতদের সাথে নিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে তৃনমূলের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি গিয়াসউদ্দিন মন্ডল। শুরু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যর উপর অকথ্য ভাষায় গালিগাল। পাশাপাশি ওই প্রাক্তন ছাত্রনেতা সরাসরি মারার হুমকিও দেয়। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অবশেষে ঘটনার দুই দিন বাদে সিটি থানার পুলিশ ওই প্রাক্তন ছাত্রনেতা গিয়াসউদ্দিন মন্ডলকে গেপ্তার করে। ঘটনার প্রসঙ্গে তৃনমূল নেতা কুনাল ঘোষ বলেন, "ও আমাদের দলে আগে সদস্য ছিলো কিন্তু দলের নিয়ম ভাঙ্গার জন্য দল থেকে আগেই বের করে দেওয়া হয়েছে, ওর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল"।এমন ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় তীব্র নিন্দা জানিয়েছেন। 

  • Published By: BIPRADIP DAS      


Share This

0 Comments: