মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

পাকিস্তানের করাচির বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৪ জন

in-blast-inside-karachi-university-in-pakistan
চিত্র: বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণ

ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিহত কমপক্ষে ৪ জন ৷ নিহতদের মধ্যে দু'জন চিনা নাগরিক। জানা যায়, ওই দুই চিনা নাগরিক করাচিতে চিনা ভাষাতেই পড়াতেন। প্রতিদিনের মতো লেকচার শেষ করে গাড়িতে চেপে বসতেই  হঠাৎ বিস্ফোরণে সব উল্টেপাল্টে গেলো। বিস্ফোরণের পিছনের কারণ কি সেই বিষয়ে এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখন পযন্ত কোনও পাক-জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাকিস্তানের একাধিক সংবাদসংস্থা দাবি করেছে, বিশ্ববিদ্যালয় সামনে দাড় করানো সাদা রং এর গাড়ি রিমোট চালিত বোমাতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: