চিত্র: বেশ খুশি দুয়ারে রেশন পেয়ে |
সজল দাশগুপ্ত: জলপাইগুড়ি শহরের তিস্তা পাড়ের সুকান্ত নগর কলোনী। মূলত তিস্তার উর্বর বুকে চাষাবাদ করেই চলে যাদের জীবনজীবিকা, সেই উপভোক্তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে রেশনের বিভিন্ন সামগ্রী। আর এতেই খুশি এলাকার মানুষ। তবে কিছু সমস্যা আজও বর্তমান। তা হল আঙুলের ছাপ না মেলার ঝঞ্ঝাট , তবে আগের থেকে অনেকটাই কমেছে এই সমস্যা বলেও জানালেন এক উপভোক্তা। অপরদিকে রেশন ডিলার জানিয়েছেন,মানুষের সুবিধে হচ্ছে যেমন ঠিক তার পাশাপাশি বেশ কিছু মানুষের এই সময় রেশন সামগ্রী নিতে আসার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ সেই উপভোক্তারা জীবিকার তাগিদে অনেক ভোরে এলাকা থেকে অন্যত্র চলে যান। তার থেকেও যে বিষয়টি নিয়ে এখন একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে,কারন সামনে বর্ষাকাল।এই সময় দুয়ারে রেশন দেবার প্রচণ্ড সমস্যা আছে বলে জানান তারা।
- Published By: BIPRADIP DAS
Categories:
জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: