চিত্র: শিলিগুড়িতে চালু হল সেবক রোডস্থিত কেন্দ্রটি |
সজল দাশগুপ্ত: শিলিগুড়ি থেকেই এবার মিলবে বাংলাদেশের ভিসা। আজ থেকে খুলে গেল আবেদন কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের দাবী এবার মিটতে চলেছে। আজ থেকেই চালু হল সেবক রোডস্থিত কেন্দ্রটি। এরপর আর কলকাতা , গৌহাটি কিংবা ত্রিপুরা ছুটতে হবে না। শিলিগুড়ি থেকেই মিলে যাবে বাংলাদেশের ভিসা। এমন সিদ্ধান্তে শুধু এখানকার বাসিন্দারা যে খুশি তা নয়। খুশি দুই দেশের পর্যটন ব্যবসায়ীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন স্থলবন্দরের পাশাপাশি আশার আলো দেখছে এনজেপি-ঢাকা রেল রুটও। এই ভিসা কেন্দ্রের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে এবার সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করা হচ্ছে। যদি এর মধ্যে মিতালি এক্সপ্রেস চালু হয়ে যায় তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির রেল বোর্ডের অন্যতম প্রধান কর্তা অলোক বিশ্বাস।তিনি জানান আগামীদিনে শিলিগুড়ির কাউকে আর বাইরে যেতে হলে অন্য কারো উপরে নির্ভর করতে হবে না।বরঞ্চ দরকার হলে পর্যটকেরা এখান থেকেই বাংলাদেশে যাবার ব্যাবস্থা করতে পারবেন।
- Published By: BIPRADIP DAS
0 Comments: