শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফরে মূল এজেন্ডা কি?

uk-pm-boris-johnson-to-visit-india
চিত্র: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গুজরাটে

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ রাষ্ট্রনেতা হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। বৃহস্পতিবার সকালে গুজরাটের আমদাবাদে এসে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই প্রথম গুজরাতে এলেন কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক দিকে যখন ইউক্রেনন-রাশিয়া যুদ্ধ তখন অন্যদিকে ঠিক কি কি কারণে ভারত সফরে আসছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, ভারত প্রথম দিন থেকেই নিরপেক্ষতা পালন করেছে। ভারত বরাবরই স্পষ্টভাবে বলেছে "ভারত যুদ্ধ বিরোধী, ভারত চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসুক"। 

পশ্চিমা দেশগুলি চায় ভারত যেন রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেয়। প্রসংগত, যুদ্ধ পরিস্থিতিতে  রাশিয়ার কাছ ভারত তেল কিনেছে যা পশ্চিমা দেশগুলি ভালো চোখে নেয়নি। ইতিমধ্যে, রাডিয়ার ওপর বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে লন্ডন। এমনকী ইউক্রেনে অস্ত্র সরবরাহও করেছে ব্রিটেন। সূত্রের খবর, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "স্বৈরাচারী রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা যেহেতু হুমকির মুখোমুখি হচ্ছি, তাই গণতন্ত্র এবং বন্ধু রাষ্ট্রগুলোর একসঙ্গে থাকা এখন গুরুত্বপূর্ণ"।  

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: