নয়াদিল্লী: করোনা থেকে এখন কিছুটা হলেও ভারত রেহাই পেয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে। এমন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিদেশ সফরে মন দিয়েছে তার মধ্যে ভারত অন্যতম। ভারতের প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে নেপাল সফর সেড়ে এসেছেন। এখন ভারত আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পক আরও মজবুত করতে আগ্রহী। জানা যায়, আগামী সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জাপানে যাচ্ছেন সেখানে দ্বিতীয় ব্যাক্তি কোয়ার্ড শীর্ষ সম্মেলনে যোগদান করবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকবেন। এরফলে সেখানেই হবে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পকের বৈঠক। এমনটাই জানিয়েছে, মার্কিন রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রসঙ্গত, ডোলান্ড ট্রাম্প সরকারের আমলে জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই চারটি দেশ নিয়ে কোয়ার্ড গঠিত হয় যা পরবর্তী রাষ্ট্রপতি জো-বাইডেনের আমলে উন্নতি হয়।
- Published By: BIPRADIP DAS
Categories:
আন্তর্জাতিক
আমেরিকা
0 Comments: