বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

SSC Scam: সিবিআই থেকে বাঁচতে ফের ডিভিশন বেঞ্চে আবেদন পার্থর

partha-chatterjee-again-appeals-to-division-bench-of-hc-against-cbi
চিত্র: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

সজল দাশগুপ্ত: গত বুধবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ পার্থকে নির্দেশ দেয়, সন্ধ্যা ৬ টায় সিবিআই দফতরে যেতে হবে। যদিও বুধবার সন্ধ্যা ৬টার আগেই সিবিআই দফতরে যান পার্থ। সেখানে তাঁকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এসএসসি দুর্নীতি মামলায় বিষয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। কোর্টে আবেদন, "এসএসসি দুর্নীতি মামলায় প্রথম থেকে তাঁকে ‘পক্ষ’ হিসাবে ঘোষণা করা হয়নি। অথচ এখন তাঁকে সিবিআই দফতরে যেতে বলা হচ্ছে"। এদিকে পার্থ চট্টোপাধ্যায় অন্য একটি ডিভিশন বেঞ্চে আবেদন করেন যাতে সিবিআই কঠোর কোনো সিদ্ধান্ত না নেয়। উল্লেখ্য, আগামী শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।

  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: