বুধবার, ১ জুন, ২০২২

ভালবাসার টানে ভারতে এসে যুবককে বিয়ে বাংলাদেশি যুবতীর

a-bangladeshi-girl-marries-a-young-man-who-came-to-india-out-of-love
চিত্র: প্রেমিককে পেতে বাংলাদেশি যুবতি হাজির ভারতে

সজল দাশগুপ্ত: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জলপাইগুড়ির এক যুবককে বিয়ে করলেন সাধনা দাস নামে এক যুবতী।যুবকের নাম অভিজিৎ রায়,ফেসবুকের মাধ্যমে পরিচয় দুজনের।এরপরে দুজনের মধ্যে ভালবাসা। ফোনেই দুজনে ঠিক করে নেন তারা বিয়ে করবেন।তারপরে বাংলাদেশ থেকে নদী সাতরিয়ে ভারতে আসা,এরপরেই যুবকের সাথে দেখা,গত পরশু বিয়ে সারেন তারা।খবর যায় বাংলাদেশে যুবতীর বাড়িতে।এরপরের ঘটনা চারিদিকে জানাজানি হয়ে গেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশের কারনে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবতীকে।বর্তমানে ওই যুবতী পুলিশের হেফাজতে আছেন বলে খবর পাওয়া গেছে।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: