শুক্রবার, ৩ জুন, ২০২২

Bandel: ফের একমাস ট্রেন বাতিল ব্যান্ডেল শাখায়

cancel-few-local-train-for-maintenance-at-bandel-station
চিত্র: ব্যান্ডেল স্টেশন 

নিজস্ব সংবাদদাতা: গত মে মাসের শেষের দিকে আধুনিক "ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম" যুক্ত করার ফলে টানা ৭২ ঘণ্টা রেল পরিষেবা বন্ধ রেখেছিলো রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যান্ডেল ষ্টেশন। যদি ৩১ তারিখ থেকে ফের রেল পরিষেবা স্বাভাবিক হয়। জানা গেছে, ফের আগামী ৪রা জুন থেকে গোটা ১ মাস ইন্টারলকিং বিষয়ে কাজ শুরু হবে। ফলে দশটি ট্রেন বাতিল থাকবে। তবে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে জানা গেছে, হাওয়া-ব্যান্ডেল লোকাল ট্রেন চালু থাকবে এবং মেমারি-ব্যান্ডেল ট্রেন চলবে। শুধুমাত্র কাটোয়া ডাউন ট্রেন এবং বর্ধমান ডাউন ট্রেন বাতিল হয়েছে। আগামী ৪রা জুলাই ইন্টারলকিং সংক্রান্ত কাজ শেষ হলে ফের স্বাভাবিক সূচি অনুযায়ী ট্রেন পরিষেবা চালু হবে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: