সজল দাশগুপ্ত: শ্রীলংকা ভয়াবহ অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। স্বাধীনতা লাভের পর শ্রীলংকা বর্তমানে সবথেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। জ্বালানি থেকে ওষুধ সবকিছুর দাম আকাশছোঁয়া। নিজেদের দেশের বিদেশী মুদ্রা ভান্ডার শূন্য হয়ে যাওয়াতে আমদানিও বন্ধ হয়ে গেছে। এর আগে ভারত একাধিক খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য করেছিলো। শ্রীলংকার একটি সংবাদ মাধ্যম "কলোম্ব গেজেট" সূত্রে জানা গেছে, শ্রীলংকার বিদেশ মন্ত্রী জয় এল পেইরিসের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার। বিশ্ব ব্যাংক কর্তৃক আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য করা হবে।
সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। সেখানে মাহিন্দা রাজাপক্ষের প্রধানমন্ত্রী ইস্তফা দিলেও ক্ষোভ এখনও কমেনি জনগণের। সেই ক্ষোভের আঁচ পড়েছে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের উপর কেননা শ্রীলঙ্কার এহেন পরিস্থিতির জন্য এখনও রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে যুব সমাজ। উল্লেখ্য, তিনি চান যুব সমাজকে শাসন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করাতে। যাতে যুব সমাজ কি চায়, তা শ্রীলঙ্কা সরকারের বুঝতে সুবিধা হয়।
- Published By: BIPRADIP DAS
Categories:
আন্তর্জাতিক
শ্রীলঙ্কা
0 Comments: