বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

উদ্ভোবন হতে চলেছে ৮০০ মিটার দীর্ঘ লম্বা নবনির্মিত টালা ব্রিজ

চিত্র:  টালা ব্রিজ

নিজস্ব সংবাদ: আড়াই বছর পর নবনির্মিত টালা ব্রিজ উদ্ভোবন হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে। যা এবারের দূর্গা পুজোর উপহার হিসেবে পেতে চলেছে সাধারণ জনগণ। আজ বৃহস্পতি বিকেল সাড়ে ৫ টায় টালা ব্রিজের শুভ উদ্ভোবন হবে বলে এমনটাই জানা গেছে। টালা ব্রিজ ৮০০ মিটার দীর্ঘ লম্বা। এই ব্রিজের কাজ ৪ লেন অবধি সম্পন্ন হয়েছে। এতে যানবাহন চলাচলের সুবিধা হয়েছে। তবে এই মুহূর্তে ভারী গাড়ি চলাচলে নিষেধ রয়েছে। এই ব্রিজ কতটা নিরাপদ যানবাহন চলাচলে তা খতিয়ে দেখেছে আইআইটি খড়গপুর এবং রেল। এই বিষয়ে পযার্প্ত রিপোর্ট রাজ্য সরকারকে রেল ও আইআইটি খড়গপুর গত ১৫ই সেপ্টম্বড় দিয়েছে।  
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: